নিহত সাখাওয়াত হোসেন সাকিব সাতবাড়িয়া গ্রামের মজুমদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের দু’দিন পর সোমবার বিকেলে টয়লেট থেকে সাখাওয়াত হোসেন সাকিব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাখাওয়াত হোসেন সাকিব উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মজুমদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে সাকিব নিখোঁজ ছিলো, বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে সাকিবের পরিবার নাঙ্গলকোট থানায় একটি হারানো ডায়রি করেন।
পরে সোমবার বিকেলে পরিবারের লোকজন দুর্গন্ধ পেয়ে চতুর্দিকে খোজাখুজি করলে টয়লেটের সেপ্টিক ট্যাংকে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সাকিবের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা, সাকিবের বাড়িতে সিলেটের এক লোক বসবাস করতো, সাকিব নিখোঁজের দিন থেকে আশ্রিত লোককেও খোঁজে পাওয়া যাচ্ছে না। (প্রাথমিকভাবে আশ্রিত ব্যাক্তির পরিচয় জানা যায় নি)
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
#CollectPost