কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্র ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ভবানীপুর ইউনিয়নের পোমতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইব্রাহীমের গ্রামের বাড়ি বরুড়া পৌরসভার পাঠান পাড়া এলাকায়। সে প্রবাসী মাসুদের ছেলে।
উল্লেখ্য, ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা বাজে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। নিখোজের দুইদিন পর তার মরদেহ পুলিশ উদ্ধার করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরুজ মিয়া জানান, মরদেহ উদ্ধারের করে মর্গে প্রেরণের কাজ চলছে। বিস্তারিত পরে জানাবো।
#Collect post